নিজস্ব প্রতিবেদক:
আবাসন শিল্প বর্তমানে সঙ্কটাবস্থায় কাটছে। সরকারের আশু পৃষ্ঠপোষকতা ছাড়া এই সঙ্কট থেকে উত্তরণের পথ দেখছেন না আবাসন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন (রিহ্যাব)। রিহ্যাব আসন্ন বাজেটে এ সেক্টরে স্বল্প সুদে ২০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি করেছে। শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো: লিয়াকত আলী ভূইয়া এ দাবি জানান। রিহ্যাব একইসাথে এপার্টমেন্টের রেজিস্ট্রেশন ব্যয় হ্রাস করারও আহবান জানিয়েছে। লিয়াকত আলী ভূইয়া জানান, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশেই সর্বোচ্চ ১৪ শতাংশ রেজিস্ট্রেশন ব্যয়। অন্যান্য দেশে রেজিস্ট্রেশন ব্যয় ৪ থেকে ৭ শতাংশের মধ্যে সীমাবদ্ধ।
তিনি বলেন, রেজিস্ট্রেশন ব্যয় বেশি বলে অনেকেই রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন না। ফলে অপ্রদর্শিত আয়ের টাকার পরিমাণও বাড়ছে।
তিনি আরো বলেন, সরকার নতুন আইনে ভ্যাট কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন এই ভ্যাট আইন কার্যকর হলে আবাসন শিল্প আরো বেশি সঙ্কটে পড়বে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিচালক পরিচালক মো: আব্দুল কৈয়ুম চৌধুরী, পরিচালক মো: জহিরু আহমেদ, পরিচালক প্রকৌশলী মো: মহিউদ্দিন সিকদার, পরিচালক কামাল মাহমুদ, পরিচালক আবু বকর সিদ্দিক প্রমুখ
দৈনিক দেশজনতা/এমএইচ