২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৯

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান ফারুকীর

বিনোদন ডেস্ক:

বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষ। একইভাবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী রোহিঙ্গাদের পাশেও সবাইকে দাঁড়ানোর আহ্বান জানালেন। বুধবার দুপুরে ফেসবুকে ‘পিঁপড়াবিদ্যা’ নির্মাতা লেখেন, ‘বন্যা-দুর্যোগে যেমন একে-অন্যের পাশে দাঁড়াই সবাই, রোহিঙ্গা ডিজাস্টারেও তাই করি চলেন। যা শুনতেছি, টেকনাফ এবং আশপাশের এলাকায় লাখ লাখ মানুষ খাবার, স্যানিটেশন এবং বাসস্থানের সংকটে আছে। সরকার একা সব করতে পারবে না। আমাদেরকেও দাঁড়াইতে হবে সরকারের পাশে।’ ‘সরকারেরও ভাবা দরকার কীভাবে বেসরকারি স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগে অন্তর্ভুক্ত করা যায়। পাশাপাশি সব প্রকার সন্দেহজনক ইলামেন্ট কিভাবে স্ক্রিন আউট করা যায় সেটাও হিসাবে রাখা দরকার। তবে আসল কথা হইলো, মানুষের পাশে দাঁড়ান। রোহিঙ্গা না মুসলিম না হিন্দু— এইসব না খুঁজে মানুষের পাশে দাঁড়ান। রাজনীতি পরেও করা যাবে।’

এদিকে কয়েকদিন আগে মিয়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচিকে উদ্দেশ্য করে ফারুকী লেখেন, ‘মায়ানমারের জান্তা এবং ভুয়া শান্তি পুরস্কার বিজয়ী সুচিকে অবশ্য আরাকানের ইতিহাস জানতে হবে— কখন, কীভাবে তাদের পূর্বপুরুষরা স্বাধীন আরাকান দখল করেছিল এবং মায়ানমারের অন্তর্ভুক্ত করেছে। এবং অবশ্য জানা উচিত তাদের নির্যাতন ও হত্যা শুধুই স্বাধীন আরাকান প্রতিষ্ঠার আন্দোলনের জন্ম দেবে।’

এদিকে মুক্তির অপেক্ষায় আছে ফারুকী নির্মিত সর্বশেষ সিনেমা ‘ডুব’। এতে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান, কলকাতার পার্নো মিত্র, ঢাকার নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচী।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৭ ৩:৪৮ অপরাহ্ণ