বিনোদন ডেস্ক: কারিনা, দীপিকা অবশেষে আলিয়াতে মগ্ন বলিউড লাভার বয় রণবীর কাপুর। মহেশ ভাট কন্যা আলিয়ার সঙ্গে রণবীরের প্রেম রসায়ন এই মুহূর্তে বলিউড ইন্ডাস্ট্রির মূল গুঞ্জনে পরিণত। শুক্রবার রণবীরের শুভ জন্মদিনে নিজে পরিবারের সঙ্গে আলিয়াকেও দেখা গেছে। রণবীরের জন্মদিনে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা অভিনেত্রী নীতু সিং। ছবিতে রয়েছেন রণবীর, নীতু, আলিয়া এবং তার মা সোনি রাজদান। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর