বিনোদন ডেস্ক: মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান এবং বিবাহ পুর্ব আনুষ্ঠানিকতা হয়ে গেছে এটা পুরনো খবর। কিন্তু বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষায় থাকা এই প্রেমিক জুটিকে নিয়ে ফুসুর-ফুসুর আর গুজুর গুজুর যেন শেষই হচ্ছে না। লাখো লাখো ভক্ত এই জুটিকে অভিনন্দন জানালেও নিন্দুকদের আপত্তির বিষয় একটাই- তাদের বয়সের ফারাক। সাধারণত বরের বয়স কনের থেকে বেশি থাকে- কিন্তু এখানে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর