বিনোদন ডেস্ক: শিশুশিল্পী নন, এখন পুরোদস্তুর নায়িকা পূজা চেরি। ঢাকাই ছবির নতুন ‘সেনসেশন’। একের পর এক নতুন ছবিতে অভিনয় করে যাচ্ছেন। প্রশংসিতও হচ্ছে তার অভিনয়। এফডিসিতে চলছে তার অভিনীত দহন ছবির শুটিং। ‘পোড়ামন টু’ ছবির জুটিকেই আবার এ ছবিতে দেখতে পাবেন দর্শক। এতে আশা চরিত্রে অভিনয় করছেন পূজা। চরিত্রটি সম্পর্কে সমকাল অনলাইনকে পূজা চেরি বলেন, ‘দহনে আশা চরিত্রে অভিনয় করছি। ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর