আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় লম্বক দ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে গৃহহীন হয়ে পড়েছে ২০ হাজার মানুষ। একই সঙ্গে ভয়াবহ এ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। আহত হয়েছে আরও ২৩০ জন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন প্রায় ৮০ ভাগ বাসিন্দা। ইতিমধ্যেই তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেছেন উদ্ধারকর্মীরা। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববারের এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ...