স্বাস্থ্য ডেস্ক: মৌমাছির হুল ফোটানো বিষ খুবই যন্ত্রণাদায়ক। তবে তাদের বিষ এবার একজিমা নিরাময় করবে। একজিমা রোগীদের জন্য এমন সুখবর নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। অ্যালার্জির প্রদাহজনিত রোগ একজিমা। বিশ্বের প্রায় সব দেশেই এ রোগে আক্রান্ত মানুষ রয়েছে। দক্ষিণ কোরিয়ার গবেষকরা বলছেন, মৌমাছির বিষে ‘মেলিটন’ নামের একটি প্রোটিন শনাক্ত করেছেন তারা। এটি একজিমার প্রদাহ দূর করবে। ভবিষ্যতে একজিমার ক্রিমে এই উপাদান যোগ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর