১০ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:১৪

নতুন ফিচার ‘আর্কাইভ’ ইন্সটাগ্রামের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

নিজেকে নতুন ফিচারে আরও সুন্দর ও গ্রহণযোগ্য করতে ইন্সটাগ্রাম আরও এক ধাপ এগিয়ে গেল। নিজের শেয়ার করা ছবি দেখাতে ফটো-শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের ‘মেমোরিজ’-এর মতো ‘আর্কাইভ’ নামের ফিচার চালু করেছে ইন্সটাগ্রাম। এই ফিচার ইউজারদের তাদের ছবি আর মুছে দেবে না বরং কিছু ছবি শেয়ার করা তাদের জন্য আরও সহজ করবে বলে জানিয়েছে ইন্সটাগ্রাম।

সম্প্রতি সংস্থার তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আপনি কী তা আপনার প্রোফাইল থেকে প্রকাশ পায় আর এটি সময়ের সঙ্গে বদলায়। আর্কাইভ ফিচারের মাধ্যমে আপনি আগের মুহূর্তগুলো ধরে রাখার সঙ্গে নিজের মতো করে প্রোফাইল সাজানোর সুযোগ পাবেন।

এই ফিচার কোনো ইউজারকে তার প্লাটফর্মে আগে শেয়ার করেছেন এমন পোস্ট না মুছে লুকিয়ে ফেলার সুযোগ দেবে। এই পোস্টগুলো আর্কাইভ সেকশনে সরিয়ে দিলে এগুলো শুধু ইউজাররা নিজেই দেখতে পাবেন। আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, ‘আর্কাইভ’ ফিচারটির সঙ্গে ২০১৬ সালে স্ন্যাপচ্যাটে আনা ‘মেমোরিজ’ ফিচারের মিল রয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৮, ২০১৭ ১০:১৯ পূর্বাহ্ণ