নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার কাহালুর কাশিমালা গ্রামে আব্দুল মান্নানের(২২) ছুরিকাঘাতে তার আপন চাচাত ভাই আমিনুর রহমান প্রাং(২৫) নিহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের ছোট কাশিমালা গ্রামে ঘটনা ঘটে।
জানা গেছে, তছলিম ইসলাম ওরফে তাইফুলের পুত্র আব্দুল মান্নান ঘটনার দুদিন আগে তার বড় ভাই ওয়াহেদের স্ত্রীকে মারপিট করে। এ বিষয়টি নিয়ে শনিবার সকাল সোয়া ৭ টার দিকে মান্নানের পিতা তছলিম ইসলাম(তাইফুল) তার বাড়িতে ভাই মতিয়ার রহমান ও তার পুত্র আমিনুর রহমানকে ডাকেন। এরপর সেখানে মান্নান কর্তৃক ভাবীকে মারপিট করার বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মান্নান ক্ষিপ্ত হয়ে আমিনুরের বুকের বাম পাশে ধারালো ছোরা দিয়ে আঘাত করলে আমিনুর গুরুত্বর ভাবে আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে মারা যায়।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

