১৯শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:০৫

রোববার প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার আহ্বান বিএমএ’র

নিজস্ব প্রতিবেদক:

চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং চিকিৎসকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে রোববার (১৮ জুন) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা সারাদেশে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নেতারা।

বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন শনিবার এক যুক্ত বিবৃতিতে পূর্বঘোষিত এ কর্মসূচি পালনের আহ্বান জানান। পাশাপাশি সব ধরনের জরুরি চিকিৎসা অব্যাহত রাখতে বলেন।

সম্প্রতি রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মাসব্যাপী প্রতিবাদ সভা, মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএমএ।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ৪:০২ অপরাহ্ণ