১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:০৯

ব্রিটেনে ট্যাংকের গোলা বিস্ফোরণে নিহত ২ সেনা সদস্য

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটেনে মর্টার-শেলিংয়ের অনুশীলন চলাকালীন সময়ে ট্যাংকের গোলা ফেটে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। এই ঘটনার জেরে ব্রিটেনের তৈরি কামানের সমস্ত গোলাবারুদ ব্যবহারের ওপর ৪৮ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী তোবিয়াস এলেউড দুই সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই সেনাই ২০ বছর বয়সী বলে জানানো হলেও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয় নি। ব্রিটেনের রয়্যাল ট্যাংক রেজিমেন্টে এই অনুশীলনে জড়িত ছিল। এদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেসামরিক পুলিশের সহায়তায় এই ঘটনার তদন্ত চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা দুর্ঘটনা শাখা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ১৭, ২০১৭ ১১:৫৯ পূর্বাহ্ণ