আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপাইনের পতকাবাহী একটি বাণিজ্য জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে সাত মার্কিন নৌ সেনা নিখোঁজ ও অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোররাত আড়াইটার দিকে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর রয়টার্স ও বিবিসির।বিবৃতি আরো বলা হয়, ইউএসএস ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির উপরে ও নিচে উভয় দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে জাহাজার কমান্ডিং অফিসারও রয়েছেন। তাকেসহ দুই নাবিককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে। ছবিতেও যুদ্ধজাহাজটির একপাশে বড় ধরনের ক্ষতি দেখা গেছে। ইউএস সপ্তম ফ্লিট এর আগে জানিয়েছিল, দুর্ঘটনার পর জাহাজাটি ইয়োকুসামার উদ্দেশে রওনা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজটিতে ফিলিপাইনের পতাকা রয়েছে এবং জাহাজটির ওজন ৩০ হাজার টন, যা মার্কিন যুদ্ধজাহাজটির তিন গুণ। জাপানি গণমাধ্যমের খবর অনুযায়ী, সংঘর্ষের পর জাহাজটিরও হালকা ক্ষতি হয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

