অনলাইন ডেস্ক:
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থি এমানুয়েল ম্যাক্রনকে সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সমর্থনসূচক ৭০ সেকেন্ডের একটি বার্তা প্রচার করা হয়েছে। এতে ওবামা বলেছেন, ফ্রান্সের ভবিষ্যত ও মূল্যবোধের জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এ বিষয়গুলোতে জোর দিই। (ম্যাক্রন) উদার মূল্যবোধের পক্ষ অবলম্বন করেছেন। ইউরোপ ও সারাবিশ্বে ফ্রান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সেই দৃষ্টিভঙ্গিকে তিনি সামনে এগিয়ে নিতে চান। তিনি জনগণের আশাকে ফুটিয়ে তুলেছেন। তাদের ভীতিকে নয়। আমি জানি আপনি অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। আপনার সফলতা আমি কিভাবে মনেপ্রাণে চাই তা ফ্রান্সে আমার সব বন্ধুদের জানাতে চাই।
আজকের দিনশেষে রোববার ফ্রান্সে দ্বিতীয় ও চূড়ান্ত দফা প্রেসিডেন্ট নির্বাচন। এতে মুখোমুখি হচ্ছেন উদারপন্থি হিসেবে পরিচিত এমানুয়েল ম্যাক্রন ও উগ্র ডানপন্থি ম্যারিন লা পেন। তবে এরই মধ্যে ম্যাক্রনের প্রচারণা শিবিরের হাজার হাজার ইমেইল ও ডকুমেন্ট হ্যাক হয়েছে। তা প্রকাশ করা হয়েছে একটি সাইটে। জাপানের এন্টিভাইরাস বিষয়ক একটি প্রতিষ্ঠানের গবেষকরা বলেছেন, এ হ্যাকিংয়ের পিছনে রয়েছে রাশিয়া।