বিনোদন ডেস্ক:
তবে কি আমে দুধে মিশে গেল? মনোমালিন্য মিটিয়ে কি ‘ভাব’ করে নিয়েছেন দুই তারকা? কথা হচ্ছে কপিল শর্মা আর সুনীল গ্রোভারকে নিয়ে। কারণ এর পিছনে রয়েছে একটি খবর। ফের নাকি কপিল শর্মার শোয়ে আসতে চলেছেন সুনীল গ্রোভার। আর এই খবরেই এখন সরগরম বলিউড।
কয়েক মাস আগেই কপিল-সুনীলের ঝগড়া প্রকাশ্যে এসেছিল। সে সময় কাদা ছোড়াছুড়িও কম হয়নি এ নিয়ে। বিমানে তার প্রতি কপিলের বাজে আচরণের জন্য জনপ্রিয় ‘কপিল শর্মা শো’ ছেড়েই বেরিয়ে গিয়েছিলেন সুনীল গ্রোভার। তবে ফের নাকি সেই শোতেই ফিরবেন সুনীল। নাহ! পাকাপাকিভাবে নয়। মাত্র একটি পর্বেই আবার এক মঞ্চে দেখা যাবে ড. গুলাটি আর কপিলকে। সৌজন্যে সালমান খান শোনা যাচ্ছে, সালমানের ‘টিউবলাইট’র জন্য সমস্ত অভিমান মিটিয়ে নিয়েছেন সুনীল। ২৫ জুন মুক্তি পেতে চলেছে সালমানের ‘টিউবলাইট’। সেই ছবির প্রোমোশনেই ‘দ্য কপিল শর্মা শো’তে আসছেন ভাইজান। আর এই বিশেষ পর্বের জন্য সুনীলকে এনে স্পেশাল চমক দিল চ্যানেল কর্তৃপক্ষ।
দৈনিক দেশজনতা/এন এইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

