আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ব্যবহারে প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আগামীকাল রবিবার থেকে রাজধানীর ধানমণ্ডিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের উদ্বোধন করবেন প্রশিক্ষণ পরিচালক, দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ফেসবুক, টুইটারের মাধ্যমে সরকারের উন্নয়নের প্রচার চালাতে মন্ত্রী-এমপিদের শেখাবেন দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিবিদরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও থাকছেন প্রশিক্ষক হিসেবে।
জুনায়েদ আহমেদ পলক জানান, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনটি ধাপে দলের সব এমপিকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম ধাপে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক, টুইটার কীভাবে চালাতে হয় তা শেখানো হবে। কী কী ধরনের পোস্ট জনগণের উদ্দেশে দেওয়া যেতে পারে সেসব বিষয়েও আলোচনা করা হবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

