নিজস্ব প্রতিবেদক:
উত্তাল সাগরে ডুবে গেছে চারটি মাছ ধরার ট্রলার। এতে অন্তত ১২ জন জেলে নিখোঁজ রয়েছে।
কক্সবাজারে নিম্নচাপের প্রভাবে পূর্ণিমার জোয়ারে নিম্নাঞ্চলের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঝড়ো হাওয়ায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক বসতবাড়ি। সেন্টমার্টিনে বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ১৫টি বসতবাড়ি।
গতকাল রোববার রাত থেকে কক্সবাজারে ভারি বৃষ্টি এবং ঝড়ো হওয়া বয়ে যাচ্ছে। রাত সাড়ে ৮টা থেকে আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকে জেলাবাসী। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়।
দৈনিক দেশজনতা /এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

