১৮ই ডিসেম্বর, ২০২৪ ইং | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৫

বৃষ্টি আরও দু’দিন থাকবে!

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রোববার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। সারাদেশে বজ্রসহ এই ঝুম বৃষ্টিপাতের ধারা আরও দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১২ জুন) সকাল ৯টায় আবহাওয়ার বিশেষ বার্তায় এ সব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে সাগরে নিম্নচাপের প্রভাবে আগামী দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টির পরিমাণ ক্রমেই হ্রাস পেতে পারে। একই সঙ্গে দেশের ৪টি সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে দেখানো ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রাখতে বলা হয়েছে।
আজ দুপুর ১টা ৩৫ মিনিটে নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যে বৃষ্টিপাত হচ্ছে তা আগামী দু’দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের সহকারি আবহাওয়াবিদ মিজানুর রহমান।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ১২, ২০১৭ ৫:৫৮ অপরাহ্ণ