করোনাভাইরাসের ঝুঁকিতে থাকা মাদারীপুর ও শরীয়তপুর জেলা প্রয়োজনে লকডাউন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেছেন, শিবচর উপজেলা ও মাদারীপুর জেলা ভালনারেবল। এ জেলায় করোনা আক্রান্ত দেশ থেকে বেশি মানুষ এসেছে। তাই সেখানে বেশি নজরদারি করা হচ্ছে। প্রয়োজনে লকডাউন করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশে এই মুহূর্তে দুই হাজার রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে টঙ্গীর ইজতেমা মাঠে সেনা তত্ত্বাবধানে করোনা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনে নেওয়া হবে।’
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

