বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সেব্রিনা বলেন, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৭০ বছরের বেশি। তিনি কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
এছাড়া নতুন করে আরও চারজন করোনায় শনাক্ত হয়েছেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

