২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ৮:১৬

নাইজেরিয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটন

নাইজেরিয়ায় অনুষ্ঠিত কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আইসিটি, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আন্তর্জাতিক এই মেলায় বাংলাদেশ ʿশ্রেষ্ঠ বিদেশি অংশগ্রহণকারী’র পুরস্কার জিতেছে।

আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ওয়ালটন গ্রুপের পণ্য মেলার বিশেষ প্যাভিলিয়নে স্থান পায়। একই সঙ্গে বাংলাদেশ মিশনের ডিসপ্লে রুমের জন্য উপহার হিসেবে প্রদান করা হয়েছে ওয়ালটন গ্রুপের রপ্তানিপণ্য। এর বাইরে শাইনপুকুর সিরামিকস, এসিআই ও মন্ডল গ্রুপের রপ্তানিপণ্য মেলায় প্যাভিলিয়নে স্থান পায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ ৪১তম কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। নাইজেরিয়ার কাদুনা চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, মাইন্স অ‌্যান্ড এগ্রিকালচার কর্তৃকপক্ষ এ মেলার আয়োজন করে।

নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা গত ২৯ ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের কূটনীতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়িক নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের প্যাভিলিয়নে মিশনের ‘কমার্সিয়াল ডিসপ্লে রুম’-এ সংরক্ষিত  রপ্তানী পণ্য ও অন্যান্য উপকরণ স্থান পায়। মেলায় কূটনৈতিক মিশনসমূহ, বেশ কিছু বিদেশি কোম্পানি ও স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির অনেক উপকরণ দিয়ে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ স্টলে ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও নিটওয়্যার, সিরামিক, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরি বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো-প্রডাক্টস, নকশী কাঁথা স্থান পায়।

রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ে অনেক প্রকাশনা, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ওপরে বিভিন্ন রকমের আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়। একইসঙ্গে, প্রামাণ্য চিত্রের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রকাশ :মার্চ ১৪, ২০২০ ১২:২৬ অপরাহ্ণ