২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৩

‘দর্শক এখন শুধু নাটক না, টিভিও দেখছে না’

বিনোদন ডেস্ক  মডেল-অভিনেত্রী সোহানা সাবা। বর্তমানে চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু এক সময় টেলিভিশন নাটকে অনেক দেখা যেত এই অভিনেত্রীকে। হঠাৎ টেলিভিশন নাটকে কাজ করা কমিয়ে দিয়েছেন তিনি। ৬ মাস পর গত ভালোবাসা দিবসে একটি একক নাটকে কাজ করেন সাবা। এছাড়া একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে তার অভিনীত একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। বলা যায়, টিভি নাটকে অনেকটা অনুপস্থিত সাবা।

কারণ ব্যাখ্যা করে সোহানা সাবা বলেন, ‘শুধু একটি কারণে টেলিভিশন নাটক কম করছি বিষয়টি তা নয়। অনেকগুলো কারণ রয়েছে। টেলিভিশন নাটকে মনে দাগ কাটার মতো গল্প তেমন নেই। বাজেট সংকট তো আছে। বাজেট ভালো না থাকলে ভালো নাটকে কাজ করাও সম্ভব হয় না।’

অনেক নির্মাতা-অভিনয়শিল্পীরা দাবি করছেন দর্শক টেলিভিশন নাটক দেখছেন। কিন্তু এই দাবির সঙ্গে একমত নন সাবা। তার ভাষায়—‘দর্শক এখন শুধু নাটক না, টিভিও দেখছে না। দর্শক কেন আমাদের টিভি চ্যানেল দেখবে? সব চ্যানেলে একই ধরনের সংবাদ, একই ধরনের টকশো প্রচার হচ্ছে। পাশের দেশে সংবাদের চ্যানেলে শুধু সংবাদ, সিরিয়ালের চ্যানেলে সিরিয়াল প্রচার হচ্ছে। আমাদের এখানে তার ব্যতিক্রম।’

সাবার পরবর্তী সিনেমা ‘মানিকের লাল কাকড়া’। এটি নির্মাণ করছেন আফজাল হোসেন। গত বছরের শেষের দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়। অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘আফজাল হোসেনের সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্যরকম। তিনি নিজে বড় মাপের একজন শিল্পী। তাই অন্য শিল্পীর বিষয়টিও সহজে বুঝতে পারেন। তার মতো মানুষের সঙ্গে কাজ করা মানে অনেক কিছু শেখা ও জানার সুযোগ তৈরি হওয়া। আশা করি, এটি আমার অভিনয় ক্যারিয়ারে অন্যতম একটি চলচ্চিত্র হবে।’

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে কবি ও ছড়াকার আনজীর লিটন রচনা করেছেন ‘মানিকের লাল কাঁকড়া’ নামে উপন্যাস। এটি অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। চিত্রনাট্য রচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা।

প্রকাশ :মার্চ ১০, ২০২০ ৫:৩৩ অপরাহ্ণ