২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:২৪

যেখানে সাকিবের পর মুশফিক

ক্রীড়া প্রতিবেদক : মুমিনুল হককে টপকে মুশফিকুর রহিম এখন দুই নম্বরে। সাকিব আল হাসান রয়েছে শীর্ষে।

ডাবল সেঞ্চুরিতে মুশফিকুর রহিমের হাতে উঠল আরেকটি ম্যাচসেরার পুরস্কার। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিক নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার ডাবল সেঞ্চুরিতে রানের পাহাড়ে চাপা পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে আর ফিরে আসতে পারেনি অতিথিরা। ফলে বাংলাদেশ আরেকটি ইনিংস ব্যবধানে টেস্ট জয়ের স্বাদ পায়।

মুশফিকুর রহিম পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম ম্যাচসেরার পুরস্কার। তার ওপরে রয়েছেন শুধু সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ম্যাচসেরার পুরস্কার ছয়টি।

দীর্ঘদিন মুমিনুল হক ও মুশফিক ছিলেন পাশাপাশি। সাদা পোশাকে মুমিনুলের ম্যাচ সেরার চারটি।

তবে এটি জায়গায় সাকিব রয়েছেন সবার উপরে। তাকে আদৌ ধরা যাবে কিনা সন্দেহ। ছয়টি ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি সাকিব টেস্টে সিরিজসেরা হেয়েছে পাঁচবার। এছাড়া একবার করে সিরিজসেরা হয়েছেন মুমিনুল হক, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক জুনিয়র, জাভেদ ওমর, তাইজুল ইসলাম ও রবিউল ইসলাম শিপলু।

প্রকাশ :ফেব্রুয়ারি ২৫, ২০২০ ৬:২৬ অপরাহ্ণ