২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:৪৬

করোনাভাইরাস ঠেকাতে নার্স-ডাক্তাররা ন্যাড়া হচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক : চুলের মাধ্যমে প্রাণঘাতী কোভিড-১৯ এর জীবাণু সংক্রমণ এড়াতে চুল কেটে ফেলছেন চীনের উহান শহরের নারী নার্স ও ডাক্তাররা।

সম্প্রতি চায়না জিংহুয়া নিউজ এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে।

ওই ভিডিওতে দেখা যায়, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে ২০ নার্স ও ডাক্তার তাদের মাথার চুল কেটে ফেলেছেন। এর মধ্যে উহানের নার্সরা বেশি ন্যাড়া হচ্ছেন।

ন্যাড়া হওয়া নার্স ও ডাক্তাররা জানায়, ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মাথা ন্যাড়া করা হচ্ছে। এছাড়া কম সময়ে পোশাক পরে চিকিৎসার দেয়ার প্রস্তুতি নেয়া যায়। আবার এমন কঠিন সময়ে চুলের যত্ন নেয়া ঝামেলার।

এদিকে, নার্স ও ডাক্তারদের এমন বিসর্জন সব জায়গায় প্রশংসিত হচ্ছে। মাথা ন্যাড়ার ভিডিওটি অনলাইনে প্রকাশের পর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

পড়ে নভেলা করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

গত প্রায় দু’মাস ধরে উহানের হাসপাতালগুলোতে জরুরি সেবা দিয়ে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। সংক্রমণ এড়াতে সর্বোচ্চ সতর্কতা নিয়ে চলছে কাজ। তা সত্ত্বেও করোনার থাবা থেকে নিস্তার পাচ্ছেন না তারা। মৃত্যু হচ্ছে চিকিৎসক, হাসপাতালের ডিরেক্টর ও স্বাস্থ্যকর্মীর।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১২:৩২ অপরাহ্ণ