১৯শে মে, ২০২৪ ইং | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন কেজরিওয়াল

তৃতীয়বারের জন্য ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল।

রাজধানীর রামলিলা ময়দানে তার শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। সেখানে লক্ষাধিক মানুষের সামনে শপথ নেন কেজরিওয়াল।খবর এনডিটিভির।

রোববার স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় শপথবাক্য পাঠ করান লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল।

কেজরিওলের পর এ দিন দিল্লির উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মণীশ সিসৌদিয়া। স্বাস্থ্য ও শ্রমমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যেন্দ্র জৈন।

এ দিন শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এ মুহূর্তে নিজের নির্বাচনী কেন্দ্র বারানসি সফরে গেছেন প্রধানমন্ত্রী।

কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে হাজির হননি তিনি। তবে বিজেপিবিরোধী শিবিরের কোনো নেতাকেই আমন্ত্রণ জানানো হয়নি।

২০১৫ সালেও রামলিলা ময়দানেই শপথ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবারের নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়ে দুরন্ত জয় পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আট আসন।

প্রকাশ :ফেব্রুয়ারি ১৬, ২০২০ ২:০৬ অপরাহ্ণ