২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ৯:৪৬

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

সাভারের ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থী বহনকারী বাস খাদে পড়ে আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার সকাল নয়টার দিকে ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনা হয়। শিক্ষামন্ত্রী  শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন। তিনি শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করে পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার বাইপাইল থেকে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে একটি বাস ধামরাইয়ের কুশুরা এলাকায় দুটি স্কুল কেন্দ্রে যাচ্ছিল। পরে বাসটি ধামরাইয়ের বাটুলিয়া এলাকায় পৌঁছালে চাকা বিস্ফোরণ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসে থাকা অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাইয়ের কালামপুর এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

প্রকাশ :ফেব্রুয়ারি ৪, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ