২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৩

আমার বাবা নাই, আপনারাই আমার অভিভাবক: ইশরাক

ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন প্রয়াত বাবার স্নেহ-ভালবাসা খুঁজছেন নগরবাসীর মাঝে, ঢাকা দক্ষিণের তরুণ এই প্রতিদ্বন্দ্বী এলাকাবাসীকেই অভিভাবক মনে করছেন।

ইঞ্জিনিয়ার হোসেন নগরবাসীর উদ্দেশে বলেছেন, ‘আজকে আমার বাবা নাই। আমি বলতে চাই এই নগরবাসী আমার অভিভাবক, আপনারাই আমার অভিভাবক।’

সোমবার একাদশ দিনে প্রচারণার সময় মধ্যাহ্নবিরতির আগে তিনি বলেন, ‘আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ কোনো বাধা-বিপত্তি আমি মানবো না। একমাত্র আল্লাহ ছাড়া আমি কোন মানব সন্তানকে ভয় করি না। প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব কিন্তু আপনাদের অধিকার আদায়ের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব।’

ইশরাক বলেন, ‘গত ১৩ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়, আর নয় বছর ধরে সিটি করপোরেশনে তাদের মেয়র। কিন্তু সিটি করপোরেশনে কোন উন্নতি আমরা দেখতে পাইনি। তারা কোনো পরিবর্তন আনতে পারে নাই। আগামীতে তারা কোনো পরিবর্তন আনতে পারবে বলে আমরা মনে করছি না। আমাদের এই ঢাকা শহর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসের অযোগ্য হয়ে গেছে।’

সারা পৃথিবীতে সবচেয়ে অযোগ্য শহর গুলোর তালিকার মধ্যে ঢাকা উপরের দিকে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাই আমরা বলব, সামনে পহেলা ফেব্রুয়ারি একটা সুবর্ণ সুযোগ আপনাদের সামনে। আপনার ভোটকেন্দ্রে যাবেন পরিবর্তনের জন্য, এ শহরকে বাঁচানোর জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন। ভোটের মাধ্যমে আমরা পরিবর্তন ঘটাব ইনশাল্লাহ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব আর জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিব।’

প্রকাশ :জানুয়ারি ২০, ২০২০ ৪:৫৭ অপরাহ্ণ