২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

ভোটের তারিখ নিয়ে জরুরি বৈঠকে ইসি

ঢাকার দুই সিটি করপোরেশনের তারিখ পাল্টানোর দাবিতে হিন্দু ধর্মাবলম্বীদের আন্দোলনের মুখে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকাল চারটার পর নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হদা। বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত আছেন।

৩০ জানুয়ারি সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন করছেন পূজার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তারা আপিল করেছেন। এ ব্যাপারে আগামীকাল রবিবার শুনানি হওয়ার কথা রয়েছে।

ভোটের তারিখ আগানো কিংবা পেছানোর সুযোগ আছে কি না এমন প্রশ্নের জবাবে  শনিবার দুপুরে নির্বাচন কমিশন রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সুযোগ আছে কি না সেটা এক জিনিস আর সম্ভব কি না সেটা আরেক জিনিস। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নেবে। আদালত যদি বলে তাহলে তো আমাদের ভোট পেছাতেই হবে বলে জানান তিনি।

প্রকাশ :জানুয়ারি ১৮, ২০২০ ৭:২৯ অপরাহ্ণ