২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ৪:৪৯

টঙ্গীতে ভয়াবহ যানজট

আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমায় মুসল্লিদের সমাগম এবং যানবাহনের বাড়তি চাপ থাকার কারণে ইজতেমা মাঠ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আসা মুসুল্লিসহ সাধারণ মানুষ।

হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে ইজতেমা অভিমুখে মুসল্লিদের ঢল নামে। নিয়মিত যানবাহনের পাশাপাশি ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনে সৃষ্টি হয় যানজট।

একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার ছড়িয়ে পড়ে। এছাড়া টঙ্গীর আশপাশ এলাকার সড়কগুলোতে যানজট লক্ষ‌্য করা গেছে। তবে যানজট নিরসনের জন্য পুলিশ কাজ করছে।

গাজীপুর মেট্রোপলিটন হাইওয়ে পুলিশের এসি (সাউথ) থোয়াই মারমা  জানান, বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনের কারণে রাস্তায় গাড়ির চাপ বেড়ে  যানজটের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে (সাড়ে বারোটার দিকে) ইজতেমাস্থল থেকে বোর্ড বাজার পর্যন্ত (৫ কিলোমিটার) যানজট রয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

প্রকাশ :জানুয়ারি ৯, ২০২০ ৫:০১ অপরাহ্ণ