২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৪

‘ব্র্যাকস্কুল আর্থসামাজিক অবস্থান বদলাতে অবদান রেখেছে’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, সামাজিক পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, বিশেষ করে শিক্ষার ক্ষেত্র যে অবদান রেখেছেন তা অনন‌্য।

তিনি বলেন, ‘ব্র্যাক স্কুলগুলো আমাদের আর্থসামাজিক অবস্থানকে বদলে যাওয়ার ক্ষেত্র অনেক বড় অবদান রেখেছে।’

রোববার রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিএনপির পক্ষ থেকে স্যার ফজলে হাসান আবেদের মরদেহে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘স্যার ফজলে হাসান আবেদ ক্ষণজন্মা পুরুষ।  বিশ্বজুড়ে যুগে যুগে মানুষের, বিশেষ করে সাধারণ মানুষের অবস্থানকে যারা পরিবর্তন করার চেষ্টা করেছেন নিঃসন্দেহে স্যার ফজলে হাসান আবেদের নাম সেখানে লেখা থাকবে।’

‘তিনি যেখানে গেছেন সেখানেই তার সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। আমার একবার চীনের রাইস কনফারেন্সে যাওয়া সৌভাগ্য হয়েছিল। সেখানে চীনের প্রধানমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করেন আর মূল প্রবন্ধ পাঠ করেন স্যার ফজলে হাসান আবেদ।’

শস্য উৎপাদনের ক্ষেত্রে, খাদ্য নিরাপত্তার প্রশ্নে, মানুষের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে অবদানের জন‌্য শুধু মানুষ তাকে মনে রাখবে। আমি বিশ্বাস করি, তার চলে যাওয়ায় যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।

স্যার ফজলে হাসান আবেদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

প্রকাশ :ডিসেম্বর ২২, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ