২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩০

রেস্তোরাঁ কর্মীকে গাড়ি বখশিশ দিলেন ক্রেতা

অ্যাড্রিয়ানা এডওয়ার্ড। কাজ করেন টেক্সাসের গালভেস্টনে রেস্টুরেন্ট চেইন ডেনিসের একটি শাখায়।  প্রতিদিন বাড়ি থেকে তার কর্মস্থলে যেতে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা। তবে এডওয়ার্ড প্রতিদিন এ সময় (সাড়ে বাইশ কিলোমিটার রাস্তা) হেঁটেই যেতেন।

রেস্টুরেন্টে এসে এডওয়ার্ডের কষ্টের এ গল্প শুনে তাকে বখশিশ হিসেবে একটি গাড়ি  দিয়েছেন ওই রেস্তোরাঁর ক্রেতা স্বামী-স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের টেক্সাসে।

অ্যাড্রিয়ানা হেঁটে গিয়ে টাকা সঞ্চয় করছিলেন। সেই টাকায় তিনি গাড়ি কিনবেন ঠিক করেছিলেন। তবে টাকা জোগাড় না হলেও এখন তাকে আর হেঁটে আসতে হয় না। গাড়ি বখশিশ দিয়েছেন রেস্তোরাঁর ক্রেতা স্বামী-স্ত্রী। তবে তারা তাদের পরিচয় গোপন রেখেছেন।

মঙ্গলবার তারা সেই রেস্টুরেন্টে যান। কথা কথায় সেখানে অ্যাড্রিয়ানার কাহিনি জানতে পারেন। তারপরই তারা ঠিক করেন অ্যাড্রিয়ানাকে গাড়ি বখশিশ দেবেন।  সেই মতো ‘২০১১ নিসান সেন্ট্রা’ কিনে কয়েক ঘণ্টা পরে রেস্টুরেন্টে ফিরে আসেন এবং অ্যাড্রিয়ানার হাতে তুলে দেন নতুন গাড়ির চাবি।

তথ্যসূত্র: দ্য সান

প্রকাশ :নভেম্বর ৩০, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ