১০ই এপ্রিল, ২০২৫ ইং | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৪
ব্রেকিং নিউজ

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের সীমান্তবর্তী বিদ্যাবাগীশ ঠোস গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌরভ মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের আশরাফুল হকের ছেলে।

জানা গেছে, শনিবার সকাল ১১ টার দিকে শিশু সৌরভ অন্যান্য শিশুদের সাথে তাদের ঘরে টেলিভিশন দেখছিল। এ সময় সৌরভ খেলার ছলে ঘরে থাকা ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক সংযুক্ত তার হাতে নিয়ে তা ছিঁড়ে ফেললে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ফলবাড়ী সদর ইউনিয়নের ৩নং বিদ্যাবাগীশ ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের মেম্বার নূর মহাম্মদ পরিবর্তন ডটকমকে জানান, শিশু সৌরভের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাড়িতে আনা হয়েছে। তার দাফন সম্পন্ন করার কাজ চলছে।

দৈনিক দেশজনতা/ এমএইচ

 

প্রকাশ :জুন ১০, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ