২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১১:৩০

এখনও সাকিবকে ভালোবাসি এবং ভালোবেসে যাবো

স্পোর্টস ডেস্ক : নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসানের প্রতি ড্রেসিং রুমের ভালোবাসা এতটুকু কমেনি। এই অলরাউন্ডারের নিষেধাজ্ঞায় ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানিয়েছেন তেমনটাই।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছর নিষিদ্ধ করেছে সাকিবকে। জুয়াড়ির সঙ্গে যোগাযোগ ‘আড়াল’ করে যাওয়ায় এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। যদিও শাস্তি মেনে নেওয়ায় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে, যাতে ২০২০ সালের ২৯ অক্টোবর ক্রিকেটে ফেরার সুযোগ থাকছে তার।

দলের সেরা খেলোয়াড়ের নিষেধাজ্ঞায় সতীর্থদের মধ্যে হতাশা কাজ করলেও সাকিব তাদের মনের মধ্যে আছেন আগের মতোই। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিবকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানাবেন মাহমুদউল্লাহরা। রবিবার দিল্লিতে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সংবাদ মাধ্যমকে মাহমুদউল্লাহ জানিয়েছেন, সাকিবকে তারা আগের মতোই ভালোবাসেন।

প্রকাশ :নভেম্বর ২, ২০১৯ ৫:৪৫ অপরাহ্ণ