৩০শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ১:৫৪

ডিএসসিসির ২১ কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ

বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২১ জন কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে সংরক্ষিত আসনের দুই জন কাউন্সিলর রয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) ডিএসসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

ডিএসসিসির যেসব কাউন্সিলরকে নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন—৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাকসুদ হোসেন (মহসিন), ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. গোলাম হোসেন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আশ্রাফুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সেলিম, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিল গোলাম আশরাফ তালুকদার, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জসীম উদ্দিন আহমেদ, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তারিকুল ইসলাম সজীব, ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ার পারভেজ বাদল, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাসান (পিল্লু), ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম রাসেল, ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বিল্লাল শাহ, ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আউয়াল হোসেন, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জু, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মকবুল ইসলাম খান টিপু, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন (আলো), ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন, ৫২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছিম মিয়া, সংরক্ষিত আসনে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশিদা পারভীন (মণি) ও ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শিউলী হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ অক্টোবর ডিএসসিসির সচিব স্বাক্ষরিত ওই চিঠিতে ২১ কাউন্সিলরকে সাত কার্য দিবসের মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, তিনের অধিক বোর্ড সভায় অনুপস্থিতির কারণে এসব  কাউন্সিলরকে কারণ দর্শাও নোটিশ পাঠানো হয়েছে।

প্রকাশ :অক্টোবর ২৭, ২০১৯ ৩:৫৮ অপরাহ্ণ