২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | সকাল ১১:৩৯

অর্থনীতিতে যৌথ নোবেল পেলেন বাঙালি অর্থনীতিবিদ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে দারিদ্র্য বিমোচনে উন্নয়ন অর্থনীতির গবেষণার ধরণ বদলে দিয়ে যৌথ নোবেল পুরষ্কার পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অর্থনীতিবিদসহ ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ।
সোমবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস চলতি বছরে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে। তারা হলেন, অভিজিৎ ব্যানার্জি, এস্তার ডুফলো ও মাইকেল ক্রেমার।

ভারতীয় বংশোদ্ভূত ৫৮ বছর বয়সী মার্কিন নাগরিক অভিজিৎ ব্যানার্জি যুক্তরাষ্ট্রের বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এর অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। অন্য দু’জন হলেন- এমআইটির অধ্যাপক ফরাসী বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইসথার ডাফলোও এবং হার্ভার্ড বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মাইকেল ক্রেমার।

নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

প্রকাশ :অক্টোবর ১৪, ২০১৯ ৪:৫৭ অপরাহ্ণ