১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

কুষ্টিয়ায় কুঠিবাড়ী রক্ষা বাঁধের ৩০ মিটার ধস

কুষ্টিয়া: পদ্মার পানি বেড়ে যাওয়ায় কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়ী রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার ধসে গেছে। এছাড়া কুমারখালী বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে।
বুধবার সকালে কুমারখালীর কয়া ইউনিয়নের কলোয়া এলাকায় কুঠিবাড়ী রক্ষা বাঁধে এ ধস নামে। গত বছর একই স্থানে ধস দেখা দিয়েছিল।
‘কুষ্টিয়া জেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী সংলগ্ন এবং পাশ্ববর্তী এলাকায় পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ’ প্রকল্পের তিন হাজার ৭২০ মিটার বাঁধ নির্মাণ করে সরকার। পদ্মার পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে এই বাঁধের ৩০ মিটার অংশ ধসে গেছে।
এদিকে পদ্মা ও গড়াই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে বন্যার আশঙ্কায় রয়েছে লাখ লাখ মানুষ।
বুধবার বেলা সাড়ে ১১টায় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী পিযুষ কৃষ্ণ কুন্ডু জানান, পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পানি প্রবাহের মাত্রা ১৪ দশমিক ৩০ সেন্টিমিটার, যার বিপদসীমমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার এবং গড়াই নদীর গাড়াই রেল ব্রিজ পয়েন্টে পানি প্রবাহের মাত্রা ১২ দশমিক ৪৩ সেন্টিমিটার, যার বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।

প্রকাশ :অক্টোবর ২, ২০১৯ ৪:৩০ অপরাহ্ণ