২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | রাত ৪:৪০

নারী নিপীড়নের অভিযোগে রিহ্যাবের ২ পরিচালক গ্রেফতার

ধর্ষণের অভিযোগে রাজধানীতে দুই আবাসন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে তাদেরকে ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবাসন নির্মাতা প্রতিষ্ঠান আর্থ হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক শাকিল কামাল চৌধুরী ও ইনটেক্স প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন সিকদার

তারা দুজনই আবাসন ব্যবসায়ীদের সমিতি রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক।

ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার রাতে এক নারী থানায় অভিযোগ করেন যে, ‘কয়েকদিন আগে তাকে চাকরির প্রলোভন দেখিয়ে’ ধানমণ্ডি ১৩ নম্বর রোডের একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে দুজনকে ওই অফিস থেকে গ্রেফতার করা হয়। ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

রিহ্যাবের ওয়েবসাইটে শাকিলের প্রতিষ্ঠান আর্থ হোল্ডিংসের কার্যালয় হিসেবে ‘লিভিং স্পেস কমপ্লেক্স’ নামের ধানমণ্ডির ১৩ নম্বর সড়কের ৮ নম্বর বাড়ির ই১/বি নম্বর ফ্ল্যাটের ঠিকানা দেয়া আছে।

আর মহিউদ্দিনের ইনটেক্স প্রপার্টিজের কার্যালয় গুলশানের নিকেতনের সি ব্লকের ৭ নম্বর সড়কের ৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায়।

প্রকাশ :সেপ্টেম্বর ৩০, ২০১৯ ৬:২৮ অপরাহ্ণ