২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৬

ভারতে ভারী বর্ষণে নিহত ২৮, দিল্লিতে বন্যা সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বর্ষণে বন্যার সৃষ্টি হয়েছে। হিমাচল উত্তরাখণ্ড ও পাঞ্জাবে ভারী বর্ষণ ও বন্যায় ২৮ জন নিহত হয়েছেন। ভূমিধসের কারণে চার শতাধিক পর্যটক আটকে আছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

উত্তরাখণ্ড, হিমাচল এবং পাঞ্জাব- সবচেয়ে বেশি বিপর্যস্ত এই তিন রাজ্য। এই তিন রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। ২০ জন নিখোঁজ।

দিল্লি এবং হরিয়ানায় জারি হয়েছে বন্যা সতর্কতা। হাতিনী কুণ্ড ব্যারেজ থেকে ৮.১৪ লক্ষ কিউসেক যমুনার পানি ছাড়ার পরই বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই কারণেই আগাম সতর্কতা জারি করা হয়েছে।

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৯ ১২:৪২ অপরাহ্ণ