২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৫

শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

দেশজনতা অনলাইন : গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে প্রগতিশীল ছাত্র জোট।

রোববার সকাল থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেয় হরতালের সমর্থনকারীরা। এতে শাহবাগ মোড় হয়ে সকল সড়কে যান চলাচল বন্ধ ও যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ সড়কের মাঝখানে হরতালের সমর্থনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে, সাইন্সল্যাব থেকে মৎস ভবনগামী সড়কসহ আশে-পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ জনগণ। অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা গেছে।

প্রগতিশীল ছাত্র জোটের নেতা ফাহিম শিহাব রেজওয়ান বলেন, অযৌক্তিকভাবে এই সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বাড়িভাড়া বাড়বে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষ আজ ভালো নেই। দেশের জনগণ ভালো নেই।তিনি আরো বলেন, আজকের হরতাল কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তাবায়নের জন্য নয়, বরং গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষের পক্ষ হয়ে এই হরতাল ডাকা হয়েছে।

প্রকাশ :জুলাই ৭, ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ণ