দেশজনতা অনলাই ডেস্কঃ বিভিন্ন অনিয়মের কারণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের ভোটগ্রহণ কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার বেলা পৌনে ১২টা দিকে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়।
রোববার সকাল ৮টা থেকে তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়। এ উপজেলার ভোট বন্ধ হওয়ায় এখন ১১৬ উপজেলায় ভোটগ্রহণ চলছে। বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ওই নির্দেশনায় বলা হয়, কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে অধিকাংশ ভোটকেন্দ্রে জোড়পূর্বক ব্যালট পেপারে সিল দেওয়া এবং কিছু অনিয়মের জন্য ন্যায় সঙ্গত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন অনু্ষ্ঠান করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশনের কাছে প্রতীয়মান হয়েছে।
তাই কমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই উপজেলা পরিষদের ভোট স্থগিত রাখার জন্য বলা হয় ওই নির্দেশনায়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

