নিজস্ব প্রতিবেদক
ডাকসু নিবাচনে নিজেদের প্যানেলকে জয়ী করতে ছাত্র সংগঠনগুলো ব্যস্ত সময় পার করছে। নিজেদের জোর প্রচারণার উপস্থিতি জানান দিতে ইতোমধ্যে ব্যানার, পোস্টার ও লিফলেটের ছেয়ে গেছে পুরো ক্যাম্পাস। এরমধ্যে সুবিধা মতো স্থানে নিজেদের ব্যানার টাঙাতে অন্যদের ব্যানার খুলে ফেলার ঘটনাও ঘটছে।
বৃহস্পতিবার ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের পরিবহন সম্পাদক প্রার্থী মাহফুজুর রহমার চৌধুরীর ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় আমার ব্যানার টাঙানো হয়। পরদিন (বৃহস্পতিবার) সকালে ওই স্থানে আমার ব্যানার খুলে ছাত্রলীগের সাহিত্য সম্পাদক প্রার্থী শয়নের ব্যানার লগিয়েছে।’
নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মাহফুজ বলেন, প্রতিদিন ছাত্রলীগ বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে। কিন্তু প্রশাসন তা দেখেও না দেখার ভান করে থাকছে। এ অবস্থায় অভিযোগ করলেও কোন প্রতিকার পাওয়া যাবে বলে মনে করছি না। তাই কোন অভিযোগ করেনি।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

