অনলাইন ডেস্ক :
ভারতের উড়িষ্যা ও গুজরাটে চলমান তীব্র তাপদাহে অন্তত ১৮ জন নিহত হয়েছে। এর মধ্যে উড়িষ্যাতেই নিহত হয়েছে ১৬ জন। এ ছাড়া তীব্র গরমে অসুস্থ হয়ে প্রতিদিন স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এদের মধ্যে অধিকাংশই শিশু। উড়িষ্যায় গত রোববার (০৪ জুন) ছিল চলতি মৌসুমের উষ্ণতম দিন। রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সেদিন তাপমাত্রা প্রায় ৪৪ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে, সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
দৈনিক দেশজনতা/ এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

