১৪ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

ঐক্যফ্রন্টের নামে রাজনৈতিক এতিমরা বিএনপির সঙ্গে

ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপির সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে তিনি বলেন, নির্বাচন করছেন, সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্রান্ত করা হলে দেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।

নিজ নির্বাচনী এলাকা কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন শেষে বুধবার দুপুরে সমবেত জনতার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হাসান সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

প্রকাশ :নভেম্বর ২৯, ২০১৮ ১২:২৬ অপরাহ্ণ