নিজস্ব প্রতিবেদক:
ইরাকের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সালাহুদিন প্রদেশের একটি শহরে অজ্ঞাত ড্রোন হামলায় দুটি পরিবারের আট সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক এক নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে একথা জানিয়েছে।
সূত্রটি নাম প্রকাশ না করার শর্তে জানায়, ভোরবেলা রাজধানী বাগদাদ থেকে প্রায় ২৮০ কিলোমিটার উত্তরে শিরকাত শহরে এ হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ আট জন প্রাণ হারিয়েছে। তিনি আরো বলেন, খুব সম্ভব ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরাই মনুষ্য বিহীন বিমানগুলো পাঠিয়েছিল। জিহাদিরা এখনো তাইগ্রিস নদীর পূর্ব তীর শিরকাত দখল করে রেখেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
দৈনিক দেশজনতা/এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

