২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩২

ইউনিসেফের শিশু অধিকার কার্যক্রমে ওয়ারফেজ

দেশের জনপ্রিয় হার্ডরক ও হেভি মেটাল ব্যান্ড ওয়ারফেজ যুক্ত হল ইউনিসেফের একটি বিশেষ কার্যক্রমের সঙ্গে। শিশু অধিকার প্রতিষ্ঠায় ইউনিসেফের সঙ্গে যুক্ত হল ব্যান্ডটি। যার অংশ হিসেবে আগামী দুই বছর ইউনিসেফের শিশু অধিকারবিষয়ক প্রচারণায় কাজ করবে ওয়ারফেজ।

ইউনিসেফ বাংলাদেশ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে মীনা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ ঘোষণা দেয়। দেশের কোনো ব্যান্ড প্রথমবারের মতো ইউনিসেফের এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হল।

মীনা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন ওয়ারফেজ তাদের জনপ্রিয় কয়েকটি গান পরিবেশন করে। দলের দুই প্রতিষ্ঠাতা সদস্য গিটারিস্ট কমল ও ড্রামার টিপুসহ অন্য সদস্যরাও এ আয়োজনে যোগ দেন।

এ ব্যাপারে ওয়ারফেজের ড্রামার টিপু সময়কে বলেন, শুধু আমরা নয় দেশের ব্যান্ড সঙ্গীতের জন্য এটা আনন্দের খবর। ইউনিসেফ যখন আমাদের প্রস্তাব দেয় তখন আমরা সেটা সাদরে গ্রহণ করি। খুব শিগগিরই আমরা এ কার্যক্রমের আওতায় কিভাবে কাজ করবো সেগুলো নির্ধারণ করা হবে।

প্রকাশ :নভেম্বর ২২, ২০১৮ ১১:০৮ পূর্বাহ্ণ