২৩শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৯:৫৩

কুকুরের ফেসবুক ফলোয়ার ২০ হাজার!

নাম পুটু হাজরা। সবাই আদর করে ডাকে পুটু নামেই। পুটুর ঠিকানা শান্তিনিকেতন। পৃথ্বী হাজরার মাতৃত্বেই ওর বড় হয়ে ওঠা। বাড়িতে আছে ‘বাবা’ও। পৃথ্বী হাজরার স্বামী পবিত্র মণ্ডল’ই পুটু’কে পিতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন।

‘মা-বাবা’ ছাড়া পুটুর খেলার সঙ্গী ওর বান্ধবী জেরি। জেরি একটি ল্যাব্রডর (কুকুর)। সময়ে অসময়ে জেরির সঙ্গেই পুটুর যত খুনসুটি। কখনও রেসলিং আবার কখনও একসঙ্গে বসে একে অপরের আদরে মাখামাখি করা, দুই সইয়ের ভিডিও ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল।

জেরি ছাড়াও পুটুর আরও এক বন্ধু আছে। ওর নাম কিট্টু। ব্রাউন, ব্ল্যাক আর হোয়াইট- এই মিশ্রণই পুটুর বিশেষত্ব। এমনিতে ও স্বজাতীয় (ইন্ডিয়ান পারিয়া প্রজাতি) হলেও অন্য প্রজাতির কুকুরদের সঙ্গেও মানিয়ে নেয় খুব সহজেই।

প্রকাশ :অক্টোবর ১৬, ২০১৮ ৫:১২ অপরাহ্ণ