নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গণতন্ত্র রক্ষায় সুশৃঙ্খল হয়ে এবং সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেতে হবে।
গত রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দেিণর নবগঠিত কমিটির নেতাদের দেয়া ফুলেল শুভেচ্ছার জবাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, যুবক ও তরুণদের প্রতি এ আহ্বান জানান বেগম খালেদা জিয়া।
এ সময় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দণি বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, সহসভাপতি সাদরাজ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, দেিণর সভাপতি এস এম জিলানী, উত্তরের সাধারণ সম্পাদক গাজী মো: রেজোয়ান হোসেন রিয়াজ, দেিণর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

