নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা বাণিজ্য অনুষদের গ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সার্বিক বিষয়ে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, গ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা এবার ২৬ হাজার ৯৬০ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন কেন্দ্রে এই মেটাল ডিটেক্টটর দিয়ে চেক করার পর পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়েছে।
তিনি আরো জানান, পরীক্ষার হলে মোবাইল ফোনসহ টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। ভ্রাম্যমাণ আদালত পরীক্ষার সময় দায়িত্ব পালন করে। ভর্তি জালিয়াতিতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান এবার জিরো টলারেন্স।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

