২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | সকাল ১০:২৮

বাগেরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা, আটক ৫

বাগেরহাট প্রতিনিধি:
কারাগারে বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার বিচারে আদালত স্থাপনের প্রতিবাদে বাগেরহাটে বিএনপির প্রতিবাদ সমাবেশে পুলিশের বাধা প্রদানসহ জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার সকালে শহরের সরুই এলাকায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু করলে পুলিশ বাধা দেয়। পলিশের বাধার মধ্যে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময়ে দলীয় অফিসের সামনে থেকে পুলিশ জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করে। আটক জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীরা হলেন— আতিক, অনি, সোহাগ, মহিউদ্দিন ও লিটন। জেলা বিএনপির সভাপতি এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাহতাব উদ্দিন জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে আটক জেলা ছাত্রদলের ৫ নেতাকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাগেরহাটে পুলিশের বাধার মধ্যে জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সহ-সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শেখ শাহেদ আলী রবি, মহিলা দলের সাধারন সম্পাদক শাহিদা আক্তার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক আলী নেওয়াজ আহম্মেদ সাদ্দামসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার সংবিধান লংঘন করে কারাগারে আদালত স্থাপন করে বিচারের নামে ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে সাজা দেয়ার ষড়যন্ত্র করছে। বিগত ৪০ বছরের মধ্যে বর্তমানে বিএনপি’র চরম খারাপসময় চলছে। বর্তমান সরকার আমলে দলের প্রতিটি নেতাকর্মী নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে। যতই অত্যাচার নির্যাতন করুক না কেন বর্তমান সরকারের সময় ফুরিয়ে এসেছে। আগামী নির্বাচনে জনগন ব্যালটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারে পতন ঘটাবে বলে বক্তারা উল্লেখ করেন।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ২:১২ অপরাহ্ণ