২৩শে এপ্রিল, ২০২৫ ইং | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৪৫
ব্রেকিং নিউজ

৬ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ: এরশাদ

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নির্বাচনের আগে আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। লাখো মানুষের এ সমাবেশ থেকে নির্বাচনী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলয়নায়তনে বিশাল যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা ৩০০ আসনে আগামী নির্বাচন করব। নেতা-কর্মীরা প্রস্তুতি নিন। এ মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনে কী কৌশল আমরা নেব তা জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, আমরা আর গৃহপালিত বিরোধী দল হতে চাই না। দেশবাসীর ভালোবাসায়, নেতা-কর্মীদের শক্তি নিয়ে ক্ষমতায় যেতে চাই। এ জন্য আমরা প্রস্তুত। যৌথসভায় জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, দলের প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরসহ কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ১:৪৭ অপরাহ্ণ