১৯শে মে, ২০২৪ ইং | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৬

বিএনপির টিকে থাকতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই: মায়া

চাঁদপুর সংবাদদাতা:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি বিদেশিদের দরজায় দরজায় ধরনা দিয়েছে কোন ফল পায়নি। লন্ডনে তারেক জিয়ার সঙ্গে গোপন বৈঠকেও কোন লাভ হয় নাই। জ্বালাও পোড়াও আন্দোলনেও কোন ফল আসেনি। ছাত্র আন্দোলনে ষড়যন্ত্র করেও কোন লাভ হয়নি। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিনত হয়ে গেছে। তারা বুঝে গেছে রাজনৈতিক দল হিসাবে টিকে থাকতে হলে নির্বাচনের কোন বিকল্প নেই।

শনিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৮’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আহমদ, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রুহুল আমীন, ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল আলম জজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম খালেকুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহিদুল ইসলাম, মন্ত্রীর এপিএস মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমদ, ছেংগারচর পৌর আওয়ামী লীগের প্রবীণ নেতা ওয়ালিউল্যাহ সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র হাজী রুহুল আমীন, উপজেলা কৃষকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, সাধারণ সম্পাদ জিএম ফারুক, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, সভাপতি তোফায়েল সরকার প্রমুখ।

মন্ত্রী আরো বলেন, আমরা আস্তে আস্তে উন্নত রাষ্ট্রে পরিণত হচ্ছি, আমরা আমাদের খাদ্যে ও ফলে স্বয়ংসম্পূর্ণতা বজায় রেখেই এগিয়ে যাব। আমাদের প্রচলিত ফলের উন্নয়নের মাধ্যমে সরবরাহ সারা বছর নিশ্চিতকরণে কৃষির অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

প্রকাশ :সেপ্টেম্বর ১, ২০১৮ ১:৫৩ অপরাহ্ণ